অবিশ্বাস্য লম্বা আয়ু?

পয়দায়েশ ৫—“এই বংশতালিকাগুলো অনুযায়ী হযরত ইবরাহিম (আঃ) এবং তার ১৯জন পূর্বপুরুষদের অবিশ্বাস্য লম্বা আয়ু ছিল, যেমন হযরত নূহের বয়স ৯৫০ বছর”

ডাঃ মরিস বুকাইলি এইভাবে তওরাত শরীফ সমালোচনা করেছে, তিনি হয়ত জানে না যে কোরআন শরীফও এই প্রথম মানুষদের লম্বা আয়ু সমর্থন করে:

“আমি তো নূহ্‌কে তাহার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম। সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল পঞ্চাশ কম হাজার বছর।” (সূরা আনকাবূত ২৯:১৪)

তওরাত শরীফেও বলা হয় যে হযরত নূহ (আঃ) এর বয়স ছিল ৯৫০ বছর।

কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:

Enable javascript in your browser if this form does not load.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *