ইউনুসের চিহ্ন – ঈসা কি মরেছিলেন?

মথি ১২:৪০—(দ্বিতীয় প্রশ্ন) “যেহেতু ইউনুস নবী জীবিত অবস্থায় মাছের পেটে ছিল, সেহেতু ঈসা মসীহ্‌ও নিশ্চয়ই কবরে জীবিত ছিল, তাই ঈসা ক্রুশে মারা যাননি”

ঈসার কথার নির্দিষ্ট কিছু কিছু অংশ দেখালে এবং অন্যান্য অংশ লুকিয়ে রাখলেই এই যুক্তি বিশ্বাসযোগ্য মনে হয়। তাই আসুন পুরো আয়াত দেখি:

ইউনুস যেমন সেই মাছের পেটে তিন দিন ও তিন রাত ছিলেন ইব্‌নে-আদমও তেমনি তিন দিন ও তিন রাত মাটির নীচে থাকবেন।” (মথি ১২:৪০)

আহমেদ দীদাত চতুর ভাবে এই আয়াত থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ দিলেন—তিনি আয়াতটি এইভাবে দিলেন: “ইউনুস যেমন …ছিলেন, ইবনে আদমও তেমনি…থাকবেন।” এইভাবে তিনি এই তুলনার মূল বিষয় কেটে ফেললেন, যা হল ১) সময়ের মেয়াদ – তিনি দিন তিন রাত, এবং ২) সেই সময়ে একটি ঘেরা জায়গায় থাকা । শুধুমাত্র এই দুই সাদৃশ্যর কথা ঈসা মসীহ্ স্পষ্টভাবে বলেছিলেন–এর বাইরে কোনো সাদৃশ্য থাকতে পারে, কিন্তু সেটা শুধু ব্যাখ্যাকারীর অনুমান হবে।

কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:

Enable javascript in your browser if this form does not load.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *