সাপ তো ধুলা খায় না

পয়দায়েশ ৩:১৪—“সাপ তো ধুলা খায় না”

অবশ্যই সাপ ধুলা খায় না, যদিও গন্ধ নেয়ার জন্য এরা মুখে ও জিভে বাতাসের ধুলা নেয়। কিন্তু হিব্রু ভাষায় “ধুলা খাওয়া” বা “পায়ের ধুলা চাটা” (হিব্রুতে עפר תאכל এবং לחכו עפר ) শুধু লজ্জা এবং পরাজয় বোঝানোর একটি বাগধারা:

“মরুভূমির লোকেরা তাঁর কাছে নত হোক আর তাঁর শত্রু রা তাঁকে পায়ে ধরে সালাম করুক।” (জবুর ৭২:৯)

“বাদশাহ্‌রা … মাটিতে উবুড় হয়ে তোমাকে সম্মান দেখাবে আর তোমার পায়ের ধুলা চাটবে।” (ইশাইয়া ৪৯:২৩)

সাপ যে ‘ধুলা খাবে’ সেটার প্রকৃত অর্থ হল যে আল্লাহ্‌ তাকে ছোট করেছে এবং পরাজিত করেছে।

কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:

Enable javascript in your browser if this form does not load.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *