খ্রিষ্টানদের বাইবেল কোপাকুপি

খ্রিষ্টানদের বাইবেল কোপাকুপি
প্রশঙ্গ:
“অপরাধীর সন্তানদের জবাই করে হত্যা কর….”

“‘তোমরা তার ছেলেমেয়েদের জবাই করে হত্যার জন্য নিজেদের প্রস্তুত কর। তাদের হত্যা কর কারণ তাদের পিতা দোষী| যাতে, তার ছেলেমেয়েরা আর কখনোই দেশের শাসন কর্তৃত্ব হাতে নিতে না পারে|তার ছেলেমেয়েরা আবার কখনও পৃথিবীটাকে তাদের নিজেদের শহরে ভরিয়ে ফেলতে পারবেনা|”(বাইবেল, ইশাইয়া ১৪:২১)

প্রশ্ন: যে অপরাধ করবে, সে শাস্তি পাবে…কিন্তু নিরঅপরাধ সন্তানরাও কেন শাস্তি পাবে?….হাস্যকর বাইবেল ঈশ্বর

আমি ৯৯% নিশ্চিত, যে এই লেখকে যদি জিজ্ঞেস করতাম “এই অধ্যায়ের প্রসঙ্গ কী?” সে উত্তর দিতে পারবে না, জানে না। এখানে কোনো শরিয়ত দেওয়া হচ্ছে না, এটা ব্যাবিলন সাম্রাজ্যের বিরুদ্ধে একটি ভবিষ্যদ্বানী। ব্যাবিলনীয়
বাদশাহ্‌রা তাদের নিষ্ঠুরতার জন্য কুখ্যাত ছিল। এখানে বলা হচ্ছে যে তাদের গুনাহ তাদের বংশের সর্বনাশ ঘটাবে। এই আয়াত মিডীয় ও পারস্য রাজ্যের উদ্দশ্যে বলা হয়েছে, যে তারা ব্যাবিলনের ধ্বংস করবে। এই ভবিষ্যদ্বানী যখন পূরণ হল মিডীয় বাদশাহ সাইরাস আক্ষরিক অর্থ সন্তানদের জবাই করেননি, কারণ সেটা এই আয়াতের উদ্দেশ্য ছিল না, বরং তাদের পতন ও শাস্তি কাব্যিক ভাষায় বোঝানো হচ্ছে এখানে।

আমরা অস্বীকার করতে পারি না যে মাঝে মাঝে একজনের পাপের শাস্তি তার বংশ বা সমাজও পায়। যেমন আদম-হাওয়ার পাপের কারণে আমরা জান্নাতুল ফেরদৌসে আর নাই বরং এখানেই আছি। হযরত মূসার সময়ে মিশরের উপর যেসব গজব এসেছে, অবশ্যই তারা প্রত্যেকেই ফিরাউনের মত খারাপ ছিল না, কিন্তু তারা সেই গজব ভোগ করলেন।

কোরআনে যে বলা হয়েছে ‘কেউ অন্যের পাপ বহন করবে না’ এটা নতুন কিছু না। এক হাজার বছর আগে ইয়ারমিয়া ৩১:৩০ আয়াতে লেখা আছে “প্রত্যেকে নিজের গুনাহের জন্যই মরবে”। এটা অবশ্যই সাধারণ নিয়ম।

কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:

Enable javascript in your browser if this form does not load.

Comments are closed.