যীশু শুধুমাত্র ইহুদিদের জন্য?
…আপনি প্রমাণ করতে চেয়েছেন যিশুকে সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করা হয়েছে। আপনি অনেক ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তার ব্যাখ্যা কয়েকটা কারণে গ্রহণযোগ্য নয়: (১) তার ব্যাখ্যা গস্পেল অফ মথি ১৫/২৪ এর সাথে পুরোপুরি সাংঘর্ষিক। মথি ১৫/২৪ এ বলা হয়েছে,”I am not sent but unto the lost sheep of the house of Israel.”