নাজাত: নেক কাজ দ্বারা নাকি কেবল আল্লাহ্র রহমত দ্বারা?
অনেক মুসলমান ভুল করে মনে করেন যে নাজাত মূলতঃ ভাল কাজ দিয়ে অর্জন করা যায়। কিন্তু কোরআন এবং সহীহ্ হাদীস কী বলে? দেখুন:
“হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনও পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন, জানেন।” (সূরা আন-নূর ২৪:২১)
সহীহ্ হাদিস আরও পরিস্কার:
আবু হুরাইরা (রা) বলেন, আমি রসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ কোন ব্যক্তির নেক আমল কখনও তাকে জান্নাতে নিতে পারবে না। লোকেরা বললো, হে আল্লাহ্র রসূল! আপনাকেও না? নবী (স) বললেন, না, আমাকেও না, যতোক্ষণ না আল্লাহ্র অনুগ্রহ ও রহমত আমাকে ঘিরে ধরে। অতএব তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং আল্লাহ্র নৈকট্য লাভের চেষ্টা কর। তোমাদের কেউ যেন মৃত্য কামনা না করে। কেননা সে ভালো লোক হলে আশা করা যায় অত্যধিক নেক আমল করার সুযোগ পাবে এবং পাপী হলে (আল্লাহ্র কাছে) অনুশোচনা করার সুযোগ লাভ করবে।
#৫২৬২ বোখারী শরীফ, কিতাবুল মারযাঃ রোগ, রোগী ও চিকিৎসা সম্পর্কে, পৃষ্ঠা ৩৪৫, খান ব্রাদার্স প্রকাশনী)
“হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ছ) বলেনঃ তোমাদের কোন লোকের আমলই তাকে মুক্তি দিতে পারবে না। এ কথা শুনে জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহ্র রাসূল! আপনিও কি নন? তিনি বললেন, হ্যাঁ, আমিও নই। তবে যদি আল্লাহ্ তা’আলা তাঁর রহমত দ্বারা আমাকে আবৃত করে নেন। তোমরা অবশ্য মধ্যম পন্থা অবলম্বন করবে।
(হাদীস নং-৬৯৪৩, মুসলিম শরীফ, পৃষ্ঠা ১০৫২, মীনা বুক হাউস)
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:
Leave a Reply