২ শামুয়েল ২১:৮ – মীখলের কয়টা সন্তান?
২ শামুয়েল ২১:৮—“মীখলের পাঁচটা সন্তান ছিল নাকি এর কোন সন্তানই ছিল না (২ শামুয়েল ৬:২৩)?”
দুটি প্রাচীন হিব্রু পাণ্ডুলিপিতে, সিরিয় অনুবাদে এবং কিছু কিছু সেপ্টুয়াজিন্ট পাণ্ডুলিপিতে আছে ‘মেরব’; অন্য পাণ্ডুলিপিতে আছে ‘মীখল’। নিশ্চিয় সঠিক মূল পাঠ হচ্ছে ‘মেরব’, এবং কিছু কিছু পাণ্ডুলিপিতে লিপিকরের একটি ভুল হয়েছে। ১ শামুয়েল ১৮:১৯ আয়াত এই পাঠ সমর্থন করেন, কারণ পরে অদ্রীয়েল দাউদের স্ত্রী মেরবকে বিয়ে করেছিলেন।
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:
Enable javascript in your browser if this form does not load.
Leave a Reply