২ শামুয়েল ২৩:৮ – ৮০০ নাকি ৩০০?
২ শামুয়েল ২৩:৮—“নবী দাউদের শক্তিশালী লোকদের প্রধান যুদ্ধে ৮০০ লোককে হত্যা করেছিলেন, নাকি মাত্র ৩০০ জনকে হত্যা করেছিলেন (১ খান্দাননামা ১১:১১)?”
হয়ত একই ব্যক্তির দুটি আলাদা ঘটনার কথা বলা হচ্ছে এখানে, না হয় হয়ত একটি বর্ণনায় আংশিক সংখ্যা দেওয়া হয়েছে এবং একটিতে পূর্ণ সংখ্যা দেওয়া হয়েছে (৮০০জন হত্যা হলে অবশ্য ৩০০জনের হত্যা করা হয়েছিল!)।
কোরআন শরীফের ক্ষেত্রেও এইরকম সাংখ্যিক জটিলতা রয়েছে—সূরা আলে-‘ইমরানে বলা হয়েছে যে একাধিক ফেরেশতা বিবি মরিয়মের কাছে ঈসার জন্মের সংবাদ দিয়েছিলেন, কিন্তু সূরা মরিয়ম ১৯:১৭-২১ অনুযায়ী মাত্র একটি ফেরেশতা মরিয়মের কাছে এসেছে। আবার সূরা ক্বার ৫৪:১৯ অনুযায়ী আল্লাহ্ আদ সম্প্রদায়কে এক দিনে ধ্বংস করেছিলেন, কিন্তু সূরা হাক্কা ৬৯:৬-৭ আয়াত অনুযায়ী দীর্ঘ আট দিন লেগেছে। মোট কথা, কোরআন বা কিতাবুল মোকাদ্দস হোক, এগুলো কোন বড় ব্যাপার না।
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:
Enable javascript in your browser if this form does not load.
Leave a Reply